Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

মিজানপুর ইউনিয়নে সর্বমোট সড়ক পথের পরিমাণ ৭৭ কিলোমিটার। সর্বমোট সড়ক পথের মধ্যে ২৫ কিলোমিটার রাস্তা পাকা ও ৫২ কিলোমিটার রাস্তা কাঁচা।

মিজানপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র সূর্যনগর বাজার হতে পশ্চিমে পাকা সড়ক মাধ্যমে বাণীবহ, মাটিপাড়া সহ অন্যান্য স্থানে যাতায়াত করা যায়। এই সড়ক পথগুলোর মাধ্যমে হালকা যানবাহনযোগে সরাসরি যাতায়াতের ব্যবস্থা রয়েছে।

আলাদিপুর বাজার হতে রাজবাড়ী সহ অন্যান্য জেলার সাথে সরাসরি মহাসড়ক পথে যোগাযোগ রয়েছে। এছাড়াও সরাসরি ঢাকা-ফরিদপুর যাতায়াতের মহাসড়কটি মিজানপুর ইউনিয়নের এর বুক চিঁড়ে চলে গেছে। এপথে দুরপাল্লার যানবাহন সহ লোকাল যানবাহন নিয়মিত চলাচল করে।

মিজানপুর ইউনিয়ন হতে মহাসড়কযোগে কুষ্টিয়া, পাবনা, ফরিদপুর, ঢাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় সরাসরি যাতায়াতে ব্যবস্থা রয়েছে।